:|: Basheera Wa Nazeera :|:
:|: My Deen Study :|:
:|: Mapping My Journey :|:
:|: Easy Deeds of Higher Rewards :|:
গ্রন্থঃ সূনান নাসাঈ (ইফাঃ)
অধ্যায়ঃ ১/ পবিত্রতা (كتاب الطهارة)
হাদিস নম্বরঃ ১৪৩
১৪৩ কুতায়বা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দিবনা,
যা দ্বারা আল্লাহ তা’য়ালা গুনাহসমূহ দূর করে দিবেন।
এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন?
তা হল, কষ্ট অবস্থায়ও পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করা,
মসজিদের দিকে অধিক পদচালনা করা,
আর এক সালাত এর পর অন্য সালাত এর অপেক্ষায় থাকা।
এটাই রিবাত, এটাই রিবাত, এটাই রিবাত।*
*রিবাতের মূল অর্থ হচ্ছে শত্রুকে প্রতিরোধ করয়ার জন্য সীমান্তে সর্বদা প্রহরারত অবস্থায় থাকা।
আর মন ও শয়তানের শত্রুতা ও কুমন্ত্রণা সম্পর্কে সর্বদা সজাগ থাকাকেও রিবাত বলা হয়।
অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়ার ন্যায় সওয়াব এতে রয়েছে।
(তিরমিযী হাঃ ৫১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৪৯৪। *
It was narrated from Abu Hurairah that Rasulullah Sallallahu A’laihi Wa Sallam said:
“Shall I not tell you of that by means of which Allah erases sins
and raises (people) in status?
Doing Wudu’ properly even when it is inconvenient,
Taking a lot of steps to the Masjid,
And waiting for one Salah after another.
That is the Ribat for you, that is the Ribat for you, that is the Ribat* for you.”
(Sunan Nasaee’ 143, Saheeh)
*Ribat has three meanings,
Guarding the border of Islamic authority against the enemies.
It also means guarding the Nafs from it’s evil
And guarding oneself from shaitan.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
“ أَلاَ أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا
وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ
إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ
وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ
وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ
فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ ”
Discover more from Mapping My Journey to Jannatul Firdous, En Shaa Allah!
Subscribe to get the latest posts sent to your email.